reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৩

বৃষ্টির প্রভাব বাজারে

ঊর্ধ্বমুখী আলু, পেঁয়াজ ও সবজির দাম

প্রতীকী ছবি

কিছুটা কমার পরে আবারও বেড়েছে নিত্যপণ্য আলু ও পেঁয়াজের দাম। আলুর দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা। আর পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা। বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দামও।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। দুই সপ্তাহ আগেও ২০-৩০ টাকা কমে বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগে ৫০ টাকায় বিক্রি হওয়া আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। নতুন আলু ৭০-৮০ টাকা। ক্রেতারা বলছেন, বাজার তদারকি না থাকায় ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা।

রাজধানীর সবুজবাগের মদীনাবাগ বাজারে একজন ক্রেতা বলেন, ‘এক সপ্তাহ আগে আলু কিনলাম ৫০ টাকায় এখন ৬০ টাকা চায়। নতুন আলু উঠার পরেও দাম কমতাছে না।’ একই দোকানে পেঁয়াজ কিনতে আসা আরেক ক্রেতা বলেন, ‘এই পেঁয়াজ সারা বছর ভোগাইল। এখনো ভোগাচ্ছে। আমদানি করার পরেও দাম কমছে না। এসব দেখার কেউ নাই।’

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে আড়তে দাম বাড়তি। তাই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। আর কিছু দিনের মধ্যেই স্বাভাবিক হবে আলু-পেঁয়াজের দাম।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজার,নিত্যপণ্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close