ফের বাড়লো বিটকয়েনের দাম
ক্রিপ্টোকারেন্সি বাজারে বইছে সুবাতাস। সোমবার (৪ ডিসেম্বর) যার শীর্ষ মুদ্রা বিটকয়েনের দর উঠেছে ৪০ হাজার ডলারের ওপরে। গত ১৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই সঙ্গে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) অনুমোদন পাওয়ার সম্ভাবনা জেগেছে। এমনটি বাস্তবে হলে ক্রিপ্টো আরও মূলধারায় আসবে। এ নিয়ে ভীষণ আশাবাদী বিনিয়োগকারীরা। ফলে বিটকয়েনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। গত ২৪ ঘণ্টার যার মূল্য বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশেরও বেশি। আলোচ্য কার্যদিবসে প্রতি বিটকয়েনের দর স্থির হয়েছে ৪১ হাজার ৬০০ ডলারে। কয়েন মার্কেট ক্যাপ বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার আটলান্টায় এক কলেছে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর আভাস দেন। তাতে অনেকে ধরে নিচ্ছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসছে। তেমনটি হলে ইউএস মুদ্রা ডলারের দরপতন ঘটবে।
ক্রিপ্টো লেন্ডারের কো-ফাউন্ডার অ্যান্টনি ট্রেনশেভ বলেন, আলোচিত দিনে ১ বিটকয়েনের দাম ৪০ হাজার ডলার ছাড়িয়ে গেছে। ২০২২ সালের মে মাসের পর যা সর্বোচ্চ। ১ বছর আগে তা ছিল ১৫ হাজার ৫০০ ডলার।
সবমিলিয়ে চলতি বছর বিটকয়েনের দর ঊর্ধ্বমুখী হয়েছে ১৫০ শতাংশ। যদিও ডিজিটাল মুদ্রাটি এখনও সর্বকালের সর্বোচ্চ দাম থেকে বহু দূরে রয়েছে। ২০২১ সালের নভেম্বরে যা উঠেছিল ৬৯ হাজার ডলারে।
পিডিএস/এমএইউ