বিশ্ববাজারে কমেছে সয়াবিনের দাম
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৪৪ সেন্টে। সম্প্রতি বেঞ্চমার্কটির দাম গত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তা সত্ত্বেও দেশটিতে গত বছরের তুলনায় এবার বেশি সয়াবিন উৎপাদন হবে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। এই প্রত্যাশায় ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দাম কমেছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনএক্সের বিশ্লেষক আরলান সুডারম্যান বলেন, আগামী দিনগুলোতে আর্দ্রতার চাপ ব্রাজিলের সয়াবিন উৎপাদন বেল্টের প্রায় ৫০ শতাংশ প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে তেলবীজটির উৎপাদন তরান্বিত হবে।
ব্যবসায়ীরা বলছেন, বুধবার সিবিওটিতে সয়াবিনের নিট বিক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড। ভুট্টা ও গমের বিক্রেতাও ছিল সেগুলো। উল্লেখ্য, কম্মোডিটি ফান্ড হলো এমন তহবিল যেগুলো পণ্যে বিনিয়োগ করে।
পিডিএস/এমএইউ