প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ আগস্ট, ২০২২

মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে যারা চাইবেন তারাই ব্যাবসা করতে পারবেন

বায়রা, সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল পরিচিতি অনুষ্ঠান

ছবি : প্রতিদিনের সংবাদ

সদস্যবান্ধব বায়রা গড়তে আসন্ন বায়রা নির্বাচনকে (২০২২-২০২৪) সামনে রেখে মোহাম্মদ রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন বায়রা সম্মিলিত গণত্রান্ত্রিক জোটের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে প্যানেল প্রধান রুহুল আমিন স্বপনের নেতৃত্বে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেঃজে মাসুদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবেক বায়রা সভাপতি বেনজির আহমেদ।

৩ সেপ্টেম্বরের বায়রা নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক জোট প্রার্থিদের জয়ী করতে ভোটারদের আহ্ববান জানিয়েছেন বেনজির আহমেদ। তিনি বলেন, সব রিক্রুটিং এজেন্সির জন্য ব্যাবসার পরিবেশ নিশ্চিত করতে চায় বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট।

অনুষ্ঠানে প্যানেল প্রধান রুহুল আমিন স্বপন বলেন মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে যারা চাইবেন তারাই ব্যাবসা করতে পারবেন এটা নিশ্চিত করাই সম্মিলিত গণতান্ত্রিক জোট প্যানেলের মূল উদ্দেশ্য।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, হাব সভাপতি এম শাহাদাৎ হোসাইন তছলিম, আটাবের সাবেক সভাপতি মনছুর আহমেদ কালামসহ প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বায়রা,সম্মিলিত গণতান্ত্রিক জোট,প্যানেল প্রধান রুহুল আমিন স্বপন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close