reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুন, ২০২৪

সোনালী ব্যাংকের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো ও নবায়ন সেবা ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং নির্বাচন কমিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বাংলাদেশি নাগরিকরা তাদের এনআইডির বিভিন্ন সেবা ফি পরিশোধ করতে পারবেন। গত রবিবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের আইডিইএর (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close