reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০২৪

আদমজী ইপিজেডে ব্র্যাক ব্যাংকের ট্রেড সেমিনার

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে একটি বিশেষ ট্রেড সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন অফশোর ব্যাংকিং আইন ২০২৪ প্রণয়নের ফলে ব্যবসায়-বাণিজ্যে সৃষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিনিয়োগকারীদের জানানোর লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছিল।

‘ওভারভিউ অব নিউ অফশোর ব্যাংকিং অ্যাক্ট ২০২৪, এফএক্স মার্কেট অপরচুনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি কমিটমেন্ট’ শীর্ষক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগকারীদের সামনে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার নানাবিধ সুযোগ-সুবিধা সস্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গত বুধবার আদমজী ইপিজেডে আয়োজিত এ ট্রেড সেমিনারে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনারে সম্প্রতি পাস হওয়া অফশোর ব্যাংকিং আইনের বিভিন্ন দিক তুলে ধরে এ আইনটি কীভাবে ইপিজেড ব্যবসায়কে আরো সমৃদ্ধ করতে পারে, সে সব বিষয় তুলে ধরা হয়। ইপিজেডের বিনিয়োগকারী ও গ্রাহকরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close