reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২৪

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও আওতাধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের তৃতীয় তলার করিডোরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। তিনি ইনোভেশন শোকেসিং পরিদর্শন করেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে উদ্ভাবনী কার্যক্রম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

ইনোভেশন শোকেসিংয়ে দপ্তরগুলোর ইনোভেশন টিমের এক্সপার্টরা উদ্ভাবনী উদ্যোগগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এর ডিজিটাইজেশন, ইনোভেশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর অবদান, উদ্যোগটি জনবান্ধব কি না ইত্যাদি। সকাল ১০টায় শুরু হয়ে শোকেসিং অনুষ্ঠান প্রায় ২ ঘণ্টা চলমান থাকে। এ সময় দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবায় নতুন দিক উন্মোচিত হবে, জনগণকে প্রদত্ত সেবায় গতি সঞ্চারিত হবে মর্মে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close