রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
রূপালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চট্টগ্রামের ওআর নিজাম রোডে রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন; যাতে করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সফল হয়।
এ সময় তিনি উপস্থিত গ্রাহকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জাতির বিবেক, সঠিক তথ্য-উপাত্ত গ্রাহককে জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৫৮টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"