reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২৪

এসআইবিপিএলসির রেমিট্যান্স গ্রাহক সমাবেশ

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিপিএলসি) চাঁদপুর শাখার উদ্যোগে গত শনিবার বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান আবদুল হামিদ, চিফ রেমিট্যান্স অফিসার মাজহারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পার্শ্ববর্তী শাখাগুলোর ব্যবস্থাপকরাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম উল্লেখ করেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান হলো প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সুফল সম্পর্কে গ্রাহকদের অবগত করেন এবং গ্রাহকদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও রেমিট্যান্স সেবাগ্রহণকারীদের জন্য তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের নানাবিধ সুযোগ-সুবিধা তুলে ধরেন। সমাবেশে উপস্থিত রেমিট্যান্স গ্রাহকরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close