reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২৪

জনতা ব্যাংকে ইনোভেশন শোকেসিং

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ মোতাবেক আওতাধীন অফিসগুলোর অংশগ্রহণে গত বুধবার জনতা ব্যাংক ইনোভেশন কমিটির উদ্যোগে ছুটি রিসোর্ট পূর্বাচলে ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনবিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এবং ইনোভেশন কমিটির সদস্য সচিব ফরিদা ইয়াসমিন। জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও ইনোভেশন অফিসার (আইও) মো. নুরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিভিন্ন অফিস ও ডিপার্টমেন্টের ৯টি ইনোভেটিভ আইডিয়া প্রদর্শন করা হয় এবং জেবি নিকাশ সলিউশন আইডিয়াকে শ্রেষ্ঠ আইডিয়া হিসেবে নির্বাচন করে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close