অনলাইন ডেস্ক
৩১ মার্চ, ২০২৪
অগ্রণী ব্যাংকে বোর্ড মেমো প্রস্তুতকরণবিষয়ক প্রশিক্ষণ
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত বোর্ড মেমো, এনপিএল মেমো এবং ক্রেডিট কমিটি মেমো প্রস্তুতকরণবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শনিবার সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। কর্মশালায় সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. শাহাদাত হোসেন এফসিএ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক প্রমুখ। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়, সার্কেল ও বিভিন্ন করপোরেট শাখার ৭০ নির্বাহী কর্মকর্তা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন