reporterঅনলাইন ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ক্যান্টিন ভবন উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অর্থায়নে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের নবনির্মিত ক্যান্টিন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক আহামেদুল হক ও তার সহধর্মিণী মেশকাত মোকাররমা খানম পাপরি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মোহাম্মদ আজম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, আ ফ ম ফয়সাল কবির, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ারু এবং কলেজের উপাধ্যক্ষ ড. মহাশ্বেতা রায়, শিক্ষক পরিষদ সম্পাদক নিরুপম মল্লিক, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক সালমা রহমানসহ প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close