
ঢাকায় দক্ষিণ এশীয় এয়ারলাইনসগুলোর বৈঠক

বৈশ্বিক মেগা এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে দক্ষিণ এশীয় দেশগুলোর নিজস্ব সম্ভাবনা কাজে লাগানো এবং ‘এ’ অঞ্চলে এয়ারলাইনসগুলোর অবস্থা সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি এয়ারলাইনসগুলোর মধ্যে একটি আঞ্চলিক এলায়েন্স গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রবিবার ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪-এর সমাপনী দিনে ‘দক্ষিণ এশীয় এয়ারলাইনসগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট অ্যাভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।
"