মার্কেন্টাইল ব্যাংকের ২ হাজার বস্তা সার অনুদান
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকের মাঝে সার বিতরণ করেছে। গত শুক্রবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে ২ হাজার বস্তা সার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। এ সময় মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, চৌমুহনী শাখা প্রধান ও ভিপি মাহবুব জামিল ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন ২ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু, ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম ও ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। অনুষ্ঠানে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"