ইবিএলের সঙ্গে বিকাশের চুক্তি
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে ইবিএল তাদের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফরম ইবিএল কানেক্টের মাধ্যমে হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটিসহ বিকাশকে অনলাইন পেমেন্ট সমাধান দেবে। ফলে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিকাশের অনলাইন লেনদেন আরো কার্যকরী ও ঝামেলামুক্ত হবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সম্পাদন করেন। বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির তার বক্তব্যে বলেন, ‘বিকাশ তার গ্রাহক ও পার্টনারদের অধিকতর সুরক্ষা প্রদানের লক্ষ্যে সবসময় সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি ব্যবহার করে থাকে। ফলে অধিকতর দক্ষতা নিশ্চিত হয়। আমরা আনন্দিত যে ইবিএল কানেক্টের অনলাইন পেমেন্ট সমাধান বিকাশ এবং তার স্টেকহোল্ডারদের পরিচালন দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
"