reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২৩

ব্র্যাক ব্যাংকে অ্যানুয়াল রিস্ক কনফারেন্স

দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে জড়িত ঝুঁকি সম্পর্কে ব্যাংকের সহকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সেগুলো কার্যকরভাবে কাটিয়ে ওঠার কৌশল নির্ধারণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ‘বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৩’-এর আয়োজন করেছে। ব্যাংকের সহকর্মীদের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো সম্পর্কে জানাতে এবং ব্যাংক অপারেশনাল ও অন্য যেসব ঝুঁকির সম্মুখীন হয়, সেগুলো মোকাবিলায় সহকর্মীদের সহায়তা করার লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্স ফর ব্যাংকস-২০১৮’-এর সঙ্গে সংগতি রেখে ব্র্যাক ব্যাংক এ কনফারেন্সের আয়োজন করে। ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৭০০-এর বেশি সহকর্মী দিনব্যাপী চলা এ সম্মেলনে সরাসরি এবং ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অংশ নেন।

গত শনিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. জবদুল ইসলাম। সম্মেলনে ব্র্যাক ব্যাংকের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর অ্যান্ড বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন সালেক আহমেদ আবুল মাসরুর সমাপনী বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close