reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২৩

শ্রীবরদীতে এআইবিএলের ২১৩তম শাখা

শেরপুর জেলার শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবিএল) ২১৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মুফীদুল ইসলামের সভাপতিত্বে শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close