ইউনিয়ন ব্যাংকের ডিএমডি জাহাঙ্গীর আলম
তিন যুগের অধিক সময়ের অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি ও সিআরও এবং ক্যামেলকো হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসিতে যোগদানের পূর্বে জাহাঙ্গীর আলম প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ক্যামেলকো এবং ডেপুটি সিআরও ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তার সব প্রজন্মের বেসরকারি ব্যাংকে চাকরি করার সুযোগ হয়েছে এবং এসব ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন- গ্রুপ সিআরও, হেড অব আইসিসি, ক্যামেলকো, ক্রেডিট এডমিন, গ্রীন ব্যাংকিং প্রধানসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীর আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) এবং এলএলবি, COL, Vancouver, Canada থেকে এমবিএ ডিগ্রিসহ France, USA এবং টক থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেছেন। মো. জাহাঙ্গীর আলম ঝুঁকি ব্যবস্থাপনা, কট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অপারেশন্স কন্ট্রোল, বৈদেশিক বাণিজ্যসহ ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি বিআইবিএম, বিএবিসহ বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গাইডলাইন দুটির প্রণয়ন কমিটিতে তিনি একজন সদস্য ছিলেন এবং আইবিবির ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার জন্য প্রণীত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পুস্তক রচনায় বিআইবিএমের প্রফেসর ড. নেহাল আহমেদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"