অনলাইন ডেস্ক
০৫ ডিসেম্বর, ২০২৩
সিদ্ধেশ্বরী ও কাপ্তান বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখা চালু
রাজধানীর সিদ্ধেশ্বরী ও কাপ্তান বাজারে নতুন দুটি উপশাখা চালু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। প্রথাগত সব ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও পাওয়া যাবে নতুন শাখা দুটিতে। গত রবিবার কাপ্তার বাজার উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এদিকে সিদ্ধেশ্বরী উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ আদনান ইমাম। উপশাখা দুটির উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, এ এম সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন, ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম শামীমসহ গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন