reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৩

মানবসম্পদ উন্নয়ন তহবিল ও ৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি

দেশের শিল্প খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের উদ্দেশ্যে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ও ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে গতকাল সোমবার ৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকার চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা ও পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট (নরসিংদী), কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (বগুড়া), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বগুড়া), ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (ঢাকা) ও ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট (ঢাকা)। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদে এ ৭টি প্রতিষ্ঠান নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতসহ ১ হাজার ৭২৮ প্রশিক্ষণার্থীকে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close