শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মশালা
শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘বেস্ট প্র্যাকটিসেস ইন ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আমদানি-রপ্তানি কার্যক্রমে আন্তর্জাতিক ও দেশীয় বিধিবিধানের সর্বোত্তম অনুশীলন এবং সার্বিক পরিপালনবিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাছুমা আক্তার হ্যাপী ও মোহাম্মদ আরাফাত আলী। কর্মশালায় ব্যাংকের এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ, স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।
"