reporterঅনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর, ২০২৩

মাস্টারকার্ডের পাঁচটি অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

ব্যবসায় বিশেষ সাফল্য এবং কার্ড ইস্যু ও অ্যাকোয়্যারিংয়ের নানান ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ, মাস্টারকার্ড থেকে এবার সর্বোচ্চ সংখ্যক পাঁচটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্র্যাক ব্যাংক। যে ক্যাটাগরিগুলোয় ব্র্যাক ব্যাংক এবারের ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২-২৩’ অর্জন করে, সেগুলো হচ্ছে- এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (ইস্যুয়িং) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (অ্যাকোয়্যারিং) ২০২২-২৩ এবং এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস ২০২২-২৩। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ এর পঞ্চম আসরে, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেনের হাতে অ্যাওয়ার্ডগুলো তুলে দেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। ‘রেকগনাইজিং দ্য মাস্টারস অব ইভোল্যুশন’ থিমের আলোকে আয়োজিত এ অনুষ্ঠানটি ডিজিটাল পেমেন্টে ইনোভেশনের ধারাকে উৎসাহিত করতে মাস্টারকার্ডের অঙ্গীকারবদ্ধতারই আরেকটি প্রতিফলন। এবছর এ অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটির মাধ্যমে একই সঙ্গে বাংলাদেশে মাস্টারকার্ডের কার্যক্রম শুরুর ৩২তম বার্ষিকী এবং অফিস শুরুর ১০ বছর পূর্তির উদযাপন করে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. শরাফত উল্লাহ খান ও পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. মোতাসেম বিল্লাহ, ফরেইন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. সারওয়ার হোসেন এবং মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। পাশাপাশি, ব্যাংক এবং অর্থপ্রযুক্তি সংস্থাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট আর নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিতি এ আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close