reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেকট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২-এর উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে আগামী ২৪ নভেম্বর থেকে। শেষ হবে ২৬ নভেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ষষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’-এর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া; বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমীন সিআইপি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close