তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২৪

স্যামসাং টিভিতে দেখা যাবে টফি অ্যাপ

অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি টাইজেন অপারেটিং সিস্টেমেও চলবে জনপ্রিয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফরম টফি। সম্প্রতি বাংলাদেশের স্যামসাং টিভির অ্যাপ স্টোরেও টফি অ্যাপ যুক্ত করেছে স্বনামধন্য টিভি ব্র্যান্ড স্যামসাং। এখন থেকে বাংলাদেশের স্যামসাং টিভি ব্যবহারকারীরা তাদের টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে অ্যাপটির দুর্দান্ত সব কনটেন্ট উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, স্যামসাংয়ের টিভিতে সুরক্ষিত টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করে। নক্স প্ল্যাটফরম দ্বারা সুরক্ষিত এ অপারেটিং সিস্টেম ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় মাল্টি-লেয়ার বিশিষ্ট নিরাপত্তা প্রদান করে। যার মাধ্যমে স্যামসাং অ্যাপ স্টোর ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহারের সুবিধা প্রদান করে। অন্যদিকে টফি দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফরম। বর্তমানে, এ প্ল্যাটফরমে ১২০টির বেশি টিভি চ্যানেলসহ বিভিন্ন বিনোদনধর্মী কনটেন্ট রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close