তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০২৩

ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন আরো একটি ফিচার যোগ করেছে ইনস্টাগ্রাম। যে ফিচারটি ব্যবহার করে এখন থেকে যেকোনো পোস্ট বা রিল খুব সীমিতসংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময়েই চাই, নিজেদের কিছু পোস্ট বন্ধু তালিকার সবাই যেন দেখতে না পারে। সে ক্ষেত্রে আমরা চাই ঘনিষ্ঠ কিছু মানুষই পোস্টগুলো দেখতে পাক।

তাদের জন্যই নতুন ফিচারটি নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। এখন থেকে একজন ব্যবহারকারী আগে থেকেই বাছাই করতে পারবেন, কারা তার পোস্টগুলো দেখতে পারবেন। আর কারা পারবেন না। যারা এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাদের আগে নিশ্চিত হতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফিচারটি রয়েছে কি না। সেজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১। ফিচারটি ব্যবহারের জন্য সর্বপ্রথম ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে।

২। এরপরে একটি সীমিত সংখ্যার বন্ধু বা পরিচিতদের তালিকা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়াও অন্য বন্ধুদেরও এখানে যোগ করা যাবে।

৩। এবার একটি নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে।

৪। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্য থেকে অডিয়েন্স নির্বাচন করতে হবে।

৫। এরপর সেই পোস্ট বা রিলটি কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।

এই কতগুলো ধাপ অনুসরণ করেই খুব সহজেই ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close