তথ্যপ্রযুক্তি ডেস্ক
গুগল ফটোজে ভিডিও তৈরি করে দেবে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পছন্দমতো হাইলাইট ভিডিও তৈরির সুযোগ আনল গুগল ফটোজ। সার্চ করলে সবচেয়ে ভালো ছবি ও ক্লিপ বেছে এই ভিডিও তৈরি করে দেবে এআই। ওয়েবসাইট গ্যাজেট নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এক্স প্ল্যাটফরমের গুগল ফটোজের অ্যাকাউন্টে বলা হয়, লাইভ ছবি, সিনেমেটিক ছবির কোলাজ ও ভিডিও তৈরির সুবিধা প্ল্যাটফরমটিতে আগে থেকেই রয়েছে। এখন গ্রাহক যে বিষয়টি ফিচার করতে চায়, তা সার্চ দিলেই এআই সবচেয়ে ভালো ছবি ও ক্লিপ দিয়ে ভিডিও তৈরি করে দেবে। ভিডিওগুলোতে মিউজিকও যুক্ত করা হবে। সব গুগল ফটোজ ব্যবহারকারী জন্য এই ফিচারটি ছাড়া হবে।
ফিচারটি যেভাবে কাজ করবে : গুগল ফটোজ অ্যাপটি খোলেন এবং গ্যালারির ওপরের প্লাস আইকোনটিতে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘হাইলাইট ভিডিও’ নির্বাচন করুন। যে বিষয়ে ভিডিও বানাতে চান তা সার্চ করুন। যে কোনো ব্যক্তি, জায়গা, সাল বা কার্যক্রমকে সার্চ করলে সে বিষয়ের ছবির জন্য গুগল স্ক্যান করবে। স্ক্যান করা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ছবিগুলোর একটি টাইমলাইন তৈরি হবে। এরপর ছবিগুলোর সঙ্গে মিউজিক যুক্ত করে কাস্টম ভিডিও তৈরি হবে। কেউ যদি কোনো ছবি বা মিউজিক পছন্দ না করে তাহলে তা পরিবর্তন করার সুবিধাও রয়েছে।
"