reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০২৪

শাকিলা নাছরিন পাপিয়া

আলোর দেশ

ক্লান্তি আমার শরীর জুড়ে

ক্লান্তি মনের উঠান কোণে।

ক্লান্ত জীবন

ক্লান্ত স্বপন

ক্লান্ত সময়

ক্লান্ত দুপুর।

হঠাৎ আমার কানের কাছে

ফিসফিসিয়ে বলে ওঠে,

ভয় কেন পাও অবোধ মেয়ে?

একটুখানি পথ পেরোলেই

আপন আবাস, যাত্রা শেষ

ওই দেখা যায় নিজ ঠিকানা

ক্লান্তিহীন এক আলোর দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close