reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৪

রেবেকা ইসলাম

হারানো গল্প

এই পুরোনো বাড়িটার একটা গল্প ছিল

শক্ত মলাটের একটা বইয়ের ভেতর,

এখন শুধু মলাটের জরাজীর্ণ পড়ে থাকা

গল্পটা হারিয়ে গেছে,

কিংবা চাপা পড়ে আছে

বাড়িটার কোনো এক অংশে

ধ্বংসস্তূÍপের অন্ধকার আয়োজনে,

যখন জোছনা আছড়ে পড়ে

তখন ভেসে আসে

নিচু স্বরের কথোপকথন,

বেজে ওঠে আনন্দের ভিওলা

অভিমানের স্যাক্সোফোন,

এই বাড়িটার একটা গল্প ছিল

সেই গল্পের ছন্দণ্ডসুরে মাত্রা ছিল

বিরিশিরি নদীর মতো,

আজ মলাটবদ্ধ বইটা আছে,

গল্পটা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close