
২৯ মার্চ, ২০২৪
জেবুন্নেছা জোৎস্না
বিবর্ণ হলুদ

তোমার বুঝি মন খারাপ?
দ্যাখোনি কি আকাশ বহুদিন?
এখানে মায়ার অরণ্যে ছায়ার গুল্মলতা নেই!
মর্ত্যরে মর্গে, শুকনো পাতার মর্মর উদাসে
তাই যাও তুমি চলে! আহা পারিনি ফিরিয়ে দিতে
তোমার বিবর্ণ হলুদ বিষণ্ণতাকে ফের সবুজে!
যাও তুমি উড়ে, অতি উচ্চে ওজনের নীলে!
শাসনের অক্টোবাহু যখন আমায় শ্বাসরোধে-
ভুঁইফোড়ের গজদন্তে বাঁচার অধিকারে
হাইড্রা হয়ে গঁজাই মাথা আমি বারংবারে-
জানো তো, বিলীন হওয়া শব্দরাও
অনুদৈর্ঘ্য তরঙ্গে ভাসে-
তাই তুমি চলে গেলেও
কম্পনাণু বাজে নির্জনে এস্রাজে!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন