reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৪

নাজমা বেগম নাজু

সায়াহ্নিক কাব্যকথায় বিষণ্ণতায়

ঝরা পাতার মতো-

সায়াহ্নিক কাব্যকথায় বিষণ্ণতায়

অতীত স্মৃতির কিছু কথা

হারানো দিনের গানের মতো

আলো-আঁধারির ঘাস বনে-

একা মাঠে আছড়ে পড়ে,

ঝরে পড়ে মুঠো মুঠো

জোনাক পোকার মতো

অস্তমিত আলোকরেখায়।

বুকের গহিন ঘরে-

জ্বলে আর নেভে।

ঝরা পাতার কান্না শুনি

পুরোটা লোকালয় জুড়ে

ঘর এবং হৃদয়ের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close