reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ফারজানা আহমেদ

প্রজাপতির রক্তক্ষরণ

শহুরে দুপুরগুলো বড্ড একঘেঁয়ে।

যান্ত্রিক কোলাহলে শ্রমিক খাবি খায়,

পথের ধারে।

তার যত্নে বোনা স্বপ্নগুলোকে

ক্ষুধা আক্রোশে ছুঁড়ে মারে,

কংক্রিটের তপ্ত দেহ পরে।

সুউচ্চ দালানে অসহায় আর্তনাদ,

আটকে থাকে ইটের ভাঁজে ভাঁজে।

অহংকারী বালুকণা শুষে নেয়,

নাম না-জানা ঘাম আর রক্তকণা।

ধুলার রাজ্যে অসহায় কৃষ্ণচূড়া।

নির্মমতায় অভ্যস্ত অলিগলি, রাজপথ।

পাষাণেরে ভালোবাসে এখানে সবাই।

দীর্ঘশ্বাসের ভারে বাতাস মুখ থুবড়ে পড়ে,

প্রাসাদের পাদদেশে।

রৌদ্রতপ্ত পিচে প্রজাপতির,

ডানার রং ফিকে হয়ে আসে।

বুকে তার রক্তক্ষরণ।

মনে পড়ে তার, সবুজেরে ভালোবেসেছিল,

সেও কোনো এক কালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close