reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ইলিয়াস ফারুকী

ওরা

স্বতঃপদ ভারে নত হয়ে একুশের ভোর,

শত পদ ভারে ঋজু হয় একুশের জোর।

প্রাণে প্রেম জাগে, মিশে যায় কান্নারত রাগে,

মার আঁচলে কি দুঃখী বোঝা বিষাদ বিবাগে!

ফিরে আসব মা, বলেছিল যে, দিয়ে শান্ত¡না।

ওরা চলে গেল মায়ের বুকে রেখে যন্ত্রণা;

ওরা ফিরে আসে ভোরের মোয়াজ্জিনের স্বরে,

ওরা ফিরে আসে নিজ কোমল ভাষার তরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close