অনলাইন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
কাজী লাবণ্য
সমর্পণ
এই শহরের দূষিত বায়ুমণ্ডল
আজ এক বিশুদ্ধ প্রেমিকার সুরেলা ঘোষণায়
বিদীর্ণ হয়ে যাবে,
আনন্দময় সেই ধ্বনি জানাবে,
পৃথিবীর আদিমতম আকুতিভরা দাবি-
‘তুমি আমার, তুমি শুধুই আমার’।
সেই নিক্কণ নিনাদিত হয়ে ছুঁয়ে যাবে ছাদ থেকে ছাদে,
লিলি থেকে বেলি, মেঘ থেকে মহাশূন্যে,
প্রথম থেকে সাত আসমানে।
এ এক এমন ব্যামো যার কোনো বয়স, ধর্ম,
সাদা, কালো হয় না
এ এক এমন মরিচিকা,
যা অকাট্য সত্যকেও ঝোড়ো হাওয়ায় উড়িয়ে নেয়
বসফরাসের রঙিন তীরে,
যেখানে নীরব নিভৃত মধুকূপি ঘাসে
সমর্পিত হয় পৃথিবীর যাবতীয় যুক্তি শাস্ত্র।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন