reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২৩

সাইয়্যিদ মঞ্জু

সর্বংসহা বৃক্ষ

দাম্পত্যের নদী নিরুত্তাপে চলে

তুমি-আমি

সর্বংসহা বয়সি বৃক্ষ

আয়নাতে আর দেখি না নিজেকে

শুধু দেখি আমারই যত প্রতিচ্ছবি

আয়-ব্যয়ের গণিতে

চাল ডাল তেল নুন বিদ্যুৎ গ্যাসের

অতশত অত্যাবশ্যকীয় অনুপাত

চলমান পৃষ্ঠা

ঔরশমুখর এক যাপিত অধ্যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close