অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর, ২০২৩
অলোক আচার্য
যে প্রেমিক মরে গেছে
তোমাকে নিয়ে লিখব বলে যে গল্পটা
শুরু করেছিলাম
সেটি আজও শেষ হয়নি।
এক দিন কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে
যে ছেলেটি বুক উঁচিয়ে
তোমাকে ভালোবাসি বলেছিল
সেই ছেলেটি আজ সন্ধ্যার আগেই
ঘরে ফিরে আসে। সে আজ চৌরাস্তার মোড়ের
চায়ের দোকানটায় অহেতুক আড্ডায় মাতে না।
এক দিন যে প্রেমিকের বুকে ছিল
পাহাড়ের মতো প্রত্যয়, তখন
মুঠোয় ছিল তোমার হাতভরা উষ্ণতা
সে আজ প্রতিদিন বিকেলের ট্রেনে খোলা বাতাসে
ঠিক ফিরে আসে- উষ্ণ চায়ের কাপে ঠোঁট রেখে
উষ্ণতা খোঁজে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন