অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর, ২০২৩
রাকিবুল রকি
মানচিত্রের মতো বদলে যায় মুখ
মানচিত্রের মতো বদলে যায় মুখ
তবু প্রতিটি ভোর
তোমার আকাঙ্ক্ষার বৃষ্টিতে শুরু হয়
বদলে যাওয়া পৃথিবীতে
কেন বদলায় না তোমাকে পাওয়ার
তীব্র উন্মুল বাসনা?
শত যাত্রাপথে লেখা থাকে তোমার হাজার নাম
তোমার নামেই বয়ে যায় নদী
বহে বায়ু
আজ পরমায়ুর প্রতিটি গলিতে, করিডরে
এগিয়ে যাই তোমার পায়ের মন্দির নির্মাণ করে।
মুঠো খুলে যাচ্ছে
পুড়ে যাচ্ছে মানবিক ঘাস
তুমি যদি ভুলে যাও
বলো, কোথায় দাঁড়াব আজ!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন