reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২৩

তাজ তাহমিনা মানিক

অভিমানের ভাষা

পদ্ম বিলের শাপলা চাইনি, চাইনি নীলকণ্ঠ ফুল

জুঁই চামেলি চম্পা বেলি চাওয়াই ছিল ভুল।

কামিনীটা ছুঁয়ে গেল হৃদয়টা যে কখন

খেলার পুতুল হয়ে গেলাম এই আমিটা ঠিক তখন।

কিন্তুর ছলে বেলা শেষে মন গেল তাই ভেঙে,

সখার মনে অন্য কেউ হয়তো রাঙায় অন্য রঙে।

অষ্টাদশী নইতো আমি, তবু আমার অষ্টাদশী মন,

কি জানি সখার হয়তো অষ্টাদশী প্রয়োজন।

সখার বুকে সুখের জোয়ার আমার ব্যথার পাহাড়

সখার চাই সুখী মানুষ, এই ভবে দুঃখ বুঝে কে কার!

অভিমানের ভাষা সবাই কি আর বুঝে

অনুরাগের লুকোনো ব্যথা কেউ দেখে না খুঁজে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close