
২৭ জানুয়ারি, ২০২৩
নাদিরা মোস্তারী শিখা
নীল অপরাজিতা

বরং একটা বিষণ্ন বিকেল বরাদ্দ রেখেছিলে,
বহুদিন হয় আমিও বুকের ভেতর একটা আস্ত পাহাড়
আর একটা নদী পুষে রেখেছিলাম।
সেই পাহাড় বেয়ে দু’ফোটা জল নদীর জলে ভাসে!
মেঘের পালকে জমতে থাকা দুঃখগুলো
উড়োজাহাজের গায়ে জড়িয়ে;
দিগি¦দিক উড়ে উড়ে শূন্যতায় গড়ে বাসা।
তারা এখন ঊর্ধŸমুখী নিচে নামবার নেই তাড়া।
আমি প্রচণ্ড শীতে জমে যাওয়া সহস্র বছরের মৌনতা;
ছলোছলো কামরাঙা চোখ আমার ক্লান্ত দ্বাদশীর চাঁদ।
সিগারেটে পুড়ে যাওয়া ঠোঁট-
নিত্য কর্পূরের গন্ধ শুঁকে!
বোতলে জিইয়ে রাখা নীল অপরাজিতা
মধ্যরাতে একাকী পথে পথে-
অতঃপর-
ভোররাতে পাপড়িতে জমানো যে শিশিরবিন্দু তার অকাল
মৃত্যুতে শোক প্রকাশ করে!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন