reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২২

শারমিন সুলতানা রীনা

অদৃশ্য দেয়াল

মানুষ মূলত তার চিবুকের কাছেও একা

এই সত্যের বীজ বুনে

নিস্তব্ধ রাতের সাথে একাকী

কেটেছে দিনান্তে দিন

অনন্ত ঘুমের রাজ্য উপেক্ষা করে উদাসী বাউল

নির্বাক কথা বলেছি একাকী চাঁদের সাথে

ভেসেছি তার প্লাবনে

কখনো ডুবেও গেছি মেঘের ছায়ায়

নিয়তির নির্মম পরিহাস ধারণ করে

নিজের ভেতরে গড়েছি কারাগার

হঠাৎ আলোর বিকিরণ ছড়িয়ে

রিমঝিম বৃষ্টির তাল লয় ছন্দে

আবির্ভূত তুমি

ক্ষণিক আনন্দে দুলে ওঠে প্রকৃতি

কিশোরী রোদে তুললে যৌবনের পালাগান

নবান্নে ভরে ওঠে শূন্য গোলাঘর

সাধের দোতারা তুলে নিই হাতে

বৈরাগ্য জীবন পেল নতুন অধ্যায়

সুরের ঝঙ্কারে মুখরিত করেও

রয়ে গেলে রহস্যের আবৃত ঢাকা

দেয়ালের ওপারে

তোমাকে জানতে গিয়ে তুমুল ঝড়ে

কেঁপে ওঠে বসত-ভিটে

নিজের বানানো চোরাবালির ফাঁদে আটকে যাই

তবু অদৃশ্য রইলে তুমি

মহাসমারোহ নিয়ে আসা সেই তোমাকে

আর জানা হলো না

আসলে নিজেকেই-বা কতটুকু জেনেছে মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close