রাজশাহী ব্যুরো

  ০৯ জুন, ২০২৪

রাবিতে সমবায় প্রতিমন্ত্রী

‘মাছ উৎপাদন বাড়াতে গিয়ে জমি হারানোর ঝুঁকিতে আছি’

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী মো. আবদুল ওয়াদুদ দারা বলেছেন, ‘মানুষ যা খায় তার অধিকাংশই জমি থেকে আসে। আর এ জমিতে যদি কৃষক ফসল না ফলাতো তাহলে মানুষ বাঁচতো না। আগে মানুষ বলত কোনো রকম দুটো খাবার খেয়ে বাঁচি, কিন্তু এখন আমরা খাচ্ছি এবং অন্যদেরকে খাওয়ানোর সামর্থ্য অর্জন করেছি। আর এটা সম্ভব হয়েছে কৃষি ক্ষেত্রে উন্নয়নের ফলে। কিন্তু মাছ উৎপাদন করতে গিয়ে আমরা জমি হারানোর হুমকির মুখে আছি।’ গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ইন্টারন্যাশনাল ফিসার্স অ্যান্ড অ্যাকুয়াকালচার কনফারেন্স-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় মৎস্য চাষে জড়িতদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাছ ভারত, নেপাল এবং বার্মা অন্য দেশে রপ্তানি হচ্ছে, কিন্তু আমরা সঠিক রপ্তানি আয় পাচ্ছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাবির উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপউপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম, প্রফেসর ড. হুমায়ুন কবীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামাল উদ্দিন ভূঁইয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জুলফিকার আলী, বিশ্ব মৎস্যবিষয়ক বাংলাদেশের অন্তর্বর্তী প্রতিনিধি ড. বিনয় কুমার বর্মন প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনিলাভা কবিরাজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close