মাগুরা প্রতিনিধি

  ১৭ মে, ২০২৪

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা

মাগুরা বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদ

‘গণহত্যা বন্ধ করো; ফিলিস্তিন মুক্ত করো’-এই স্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিন সংহতি সমাবেশ হয়েছে।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাত মাস ধরে ফিলিস্তিনের ওপর ইসরায়েল নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় এরই মধ্যে ৪২ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close