রংপুর ব্যুরো

  ১৭ মে, ২০২৪

রংপুরের হিমাগারে ভাড়া বাড়ানোর অভিযোগ

রংপুরের হিমাগারগুলোয় হঠাৎ বাড়ানো হয়েছে আলু রাখার ভাড়া। ব্যবসায়ী ও আলুচাষিদের অভিযোগ, এ বছর এক লাফে বস্তাপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০০ টাকারও বেশি। এতে চরম বিপাকে পড়েছেন তারা।

এদিকে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর মাহিগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক বলেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোয় ৬০ কেজি ওজনের আলুর বস্তাপ্রতি ভাড়া ১৮০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে ৩৮৫ টাকা করে। যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে রংপুর বিভাগে এক যোগে হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়েছেন, যার প্রভাব পড়বে বাজারে।

কয়েকজন চাষি ও ব্যবসায়ী জানান, একই সঙ্গে আলু ব্যবসায়ী ও চাষিরা পড়বেন বড় লোকসানের মুখে। এর ফলে চাষিরা নিরুৎসাহিত হয়ে বন্ধ করবেন আলু চাষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close