কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

  ১৭ মে, ২০২৪

কাহারোলে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

দিনাজপুরের কাহারোলে চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী, উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহীন রানা, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার (লিমন), উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায়, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক সোহাগ, আবদুল জলিল শাহ, সুকুমার রায়সহ স্থানীয় কৃষক ও হাসকিং মিলের মালিকরা।

নিত্যানন্দ রায় জানান, চলতি বোরো মৌসুমে অত্র উপজেলার খাদ্য গুদামে ৫৬৪ টন, ধান ১০৮ টন, বোরো চাল ও ২০ টন গম ক্রয় করা হবে। হাসকিং মিল মালিকদের নিকট থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে বোরো চাল এবং ধান প্রতি কেজি ৩২ টাকা ও গম প্রতি কেজি ৩৪ টাকা দরে কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close