নিজস্ব প্রতিবেদক
মার্ক জাকারবার্গ মুক্তচিন্তার দুয়ার খুলে দিয়েছেন
- খান মজলিশ
ফেসবুকের মাধ্যমে মার্ক এলিয়ট জাকারবার্গ বিশ্বে মুক্তচিন্তা চর্চার জাগরণ সৃষ্টি করেছেন। তার জন্মবার্ষিকীতে এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ গতকাল রাধধানীর তোপখানায় ক্যাফে মালঞ্চে এ লক্ষ্যে এ সভা করেছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, ফেসবুকের মাধ্যমে বিশ্ববাসী উপকৃত হয়েছে। তাই মার্ক এলিয়ট জাকারবার্গকে জাতীয় গণতান্ত্রিক লীগের পক্ষ থেকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়ার ইচ্ছা আছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এ প্রশ্নে সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। মার্ক এলিয়ট জাকারবার্গ মানুষের মুক্তমত প্রকাশ ও বিনোদনের দুয়ার খোলে দিয়েছেন সব শ্রেণির মানুষের সামনে।
প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। প্রধান আলোচক ছিলেন কবি নাহিদ রোকসানা।
আরো বক্তব্য দেন জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুনদ দিপু মীর, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানী সভাপতি স্বপন কুমার সাহা, কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল বাশার, জাসদের নেতা হুমায়ুন কবির, সাংবাদিক বাবুল চৌধুরী, কবি মির্জা সেলি, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মো. আব্দুল জাব্বার, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস।
"