নিজস্ব প্রতিবেদক

  ২১ এপ্রিল, ২০২৪

মুক্তিযুদ্ধের জাতি টাকা পাচারকারীকে রুখবে

- সাদেক সিদ্দিকী

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশন যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে ১৭ এপ্রিল বিকেল ৫টায় মতিঝিল ওয়াকফ মসজিদ মাদরাসা প্রাঙ্গণ, ঢাকায়। সভাপতিত্ব করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি জেপির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। এতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ-ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য লোকমান হোসেন চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক গনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইকুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম, শ্রমিক নেতা হুমায়ুন কবির, জাসদ শাজাহান সিরাজের সভাপতি আবদুল জব্বার, জাতীয় গণতান্ত্রিক লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, দপ্তর সম্পাদক কামাল হোসেন। প্রধান অতিথির ভাষণে সাদেক সিদ্দিকী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর সেটি আমরা পায়নি। তাই আসুন আমরা ৭১ ঐক্যবদ্ধ হয়ে দেশকে সন্ত্রাস, জঙ্গীবাদ, ঘুষ-দুর্নীতি, পলিথিন, রাবারমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। তবেই স্বার্থক হবে আজকের মুজিবনগর সরকার দিবসের আলোচনা সভা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close