রাজবাড়ী প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২৪

জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১

রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধা নারী মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের ভবানীপুর এলাকায় হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকেই জাকাতের কাপড় নেওয়ার জন্য হাজি দেলোয়ার হোসেনের বাড়িতে মানুষ ভিড় জমায়। সকাল ৭টার দিকে কাপড় দেওয়া শুরু করা হয়। লাইন দিয়ে কাপড় দেওয়া হচ্ছিল। হঠাৎ কাপড় নিতে আসা লোকজন হট্টগোল শুরু করেন। তড়িঘড়ি করে কাপড় নিতে আসার সময় এক নারী নিচে পড়ে যান। অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেন বলেন, সকাল ৭টা থেকে জাকাতের লুঙ্গি ও শাড়ি বিতরণ করার কথা ছিল। কিন্তু সময়ের আগেই লোকজন এসে ভিড় জমান। তাদের লাইন ধরে দাঁড় করানো হয়। কিন্তু একপর্যায়ে লাইন ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আমরা নিরাপত্তার জন্য পুলিশ চেয়েছিলাম।

কিন্তু পুলিশ ছিল না। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্য হয়েছে। তবে তার নামণ্ডপরিচয় এখনো জানা যায়নি। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close