চট্টগ্রাম ব্যুরো

  ০৮ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে র‌্যাবের জালে কিশোর গ্যাংয়ের প্রধান

চট্টগ্রাম মহানগরীর কিশোর গ্যাং সুজন গ্রুপের প্রধান মো. সুজনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত শনিবার নগরীর খুলশী থানাধীন কালুর মার কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। খুলশীতে সম্প্রতি হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম মামলার অন্যতম প্রধান আসামি ছিল সুজন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত বছরের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়স্থ খাজা পেট্রল পাম্পের সামনে মো. মহিউদ্দিন বাচ্চু এমপির নির্বাচনী লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে ভিকটিমের ভাগিনার সঙ্গে সুজন গ্রুপ নামের কিশোর গ্যাংয়ের সদস্যদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ভিকটিমের ভাগিনা ইফতেখার হোসেনকে (১৮) সুজন গ্রুপের সদস্যরা চড়-থাপ্পড় মারে। খবর পেয়ে ভিকটিম মো. আজিজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা করে দিয়ে বাসায় চলে যান। পরে একই দিন তিনি আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা হতে বের হন। পরে খুলশী থানাধীন ওয়াসা মোড়ের অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর গেলে মো. সুজনের নেতৃত্বে ৮-১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য ছুরি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মো. আজিজ উদ্দিন চৌধুরীর পথরোধ করে। এ সময় সন্ত্রাসী মো. সুজন হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বুকের বাম পাশে, পেটে এবং কোমড়ে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। হামলায় আহত ভিকটিম মো. আজিজ উদ্দিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামিরা গা ঢাকা দেয়। পরে গত শনিবার গ্রেপ্তার করা আসামিকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close