খুলনা ব্যুরো

  ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিট

খুবি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় ১ হাজার ৯২২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চলমান থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর নিহার রঞ্জন সিংহ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও ইউনিট প্রধান প্রফেসর আব্দুল্লাহ আবুসাঈদ খানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। উল্লেখ্য, আগামী ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close