সংসদ প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

৫ বছরে নিয়োগ ৩ লাখ ৫৮ হাজার ২৩৭

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৪১ জন চট্টগ্রামে এবং ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে ১২৩৫ জনকে। আর বিগত ৫ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ২০ হাজার ২৬৪ জনকে নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার এমপি সোহনরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এ তথ্য জানান। জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারের শূন্যপদে নিয়োগ একটি চলমান বিষয়। শূন্যপদ পূরণ সুনির্দ্দিষ্ট বিধি অনুযায়ী করা হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close