নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
নগরে দরিদ্রদের আবাসনের ব্যবস্থা হবে
- গণপূর্তমন্ত্রী
পরিকল্পিত নগর উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দাবি করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেছেন, নগরের দরিদ্র জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এ নগরের পরিবর্তন করে, যথাযথ সুযোগ সুবিধা বাড়িয়ে পরিকল্পিতভাবেই নগরায়ণের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। গণমূর্তমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের লোকবল কম। বিভিন্ন অনিয়ম তদারকির পাশাপাশি উন্নয়নমূলক কাজও করে তারা। সেখানে নিয়মতান্ত্রিক উপায়ে যাতে কার্যক্রম পরিচালিত হয়, সেটি দেখা হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন